25 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুন্ডে শ্যামলী পরিবহন কেড়ে নিলো শিক্ষকের প্রাণ, ড্রাইভার আটক

আরও পড়ুন

::: ইদ্রিস নিজামী :::

চট্টগ্রামের ফটিকছড়ির তকিরহাটের একটি স্কুলের শিক্ষক নুরুল ইসলাম। পরীক্ষার খাতা জমা দিতে গিয়ে বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের  চাপায় প্রাণ দিতে হয়েছে তাকে। বুধবার  সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক নুরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের রাউজান  উপজেলার উত্তর সত্তায়।

পুলিশ জানিয়েছে , রাস্তা পার হবার সময়  শ্যামলী পরিবহনের একটি গাড়ি চাপা দিলে নুরুল ইসলাম (৬০) মারাত্মক আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশের সুরত হাল প্রতিবেদনের জন্য প্রক্রিয়া করা হচ্ছে।

উপ পুলিশ দিলীপ দাশ জানান, ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহন পরিবহনের গাড়ি শিক্ষক নুরুল ইসলামকে চাপা দিলে স্থানীয়রা গাড়িটি গাড়িটিকে আটক করে পুলিশকে খবর দেন৷ আহত শিক্ষককে৷ পথচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় হয়। ঘটনাস্থল থেকে গাড়িটির ড্রাইভার শহীদকে আটক করা হয়েছে। গাড়িটি বার আউলিয়া থানায় আটক রাখা হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা যাবার পর নিয়ম৷ অনুযায়ী  মরদেহের পোস্ট মর্টেম করার জন্য  পাঁচলাইশ থানায় যান নিহতের স্বজনরা। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহতের স্বজনদের পোস্ট মর্টেম না করে মরদেহ সৎকার করার পরামর্শ দেন।৷ স্বজনদের অভিযোগ মামলা দায়ের করা হবে ঘটনাস্থলের আওতাধীন থানায়। কিন্ত পোস্ট মর্টেম করা না হলে মামলার প্রক্রিয়া যথাযথ হবে না। আটক ড্রাইভারকে ছেড়ে দেবার প্রক্রিয়ার অংশ হিসেবে পোস্ট মর্টেম করার অনুমতি নিয়ে থানার গড়িমসি।

তবে এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা নাজিম উদ্দীনকে কল করা হলে তিনি সাড়া দেন নি।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর