25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পুন্ডরীক ধামের জায়গা দখলের বিষয়ে মীর হেলালকে একহাত নিলেন শিক্ষা উপমন্ত্রী

আরও পড়ুন

 ::: গিয়াস উদ্দিন, চট্টগ্রাম  :::

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল হাটহাজারী পুন্ডরীক ধামের জায়গা দখলের বিষয়ে বিএনপি নেতা ব্যারিস্টার  মীর হেলালকে উদ্দেশ্য করে বলেছেন , যারা ইসকন ও সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা দুর্বৃত্ত এবং সাম্প্রদায়িক। যার ইন্দনে এ মামলা করা হয়েছে সে (মীর হেলাল ) মজ্জাগতভাবে সাম্প্রদায়িক। আমি তার নাম বলছি না, এক সময় তার বাবা মেয়র ছিলেন। তার বাবার সাথে সম্পত্তি নিয়ে যার দ্বন্ধ। বৃদ্ধ বয়সে যে ব্যক্তি তার বাবার সাথে সম্পত্তি নিয়ে লড়াই করে, শুধু মনোমালিন্য নয় নিজের পিতার সাথে ধাক্কাধাক্কিও করেছে। সেই ব্যক্তি অন্যের জায়গা দখলের চেষ্টা করবে, মামলা করবে এমনটিই স্বাভাবিক। ‘

রবিবার (৪ জুন) দুপুরে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বিএনপি নেতা মীর হেলালকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘সে বিএনপি করে। তারেক রহমানের খাস লোক, তাই স্পর্দা দেখিয়েছে সাধুদের বিরুদ্ধে মামলা করার। ব্যারিস্টার হয়েছে, কিন্তু মনেপ্রাণে সে একজন সাম্প্রদায়িক মানুষ। এ সমস্ত মানুষকে আমরা প্রতিহত করবো। আপনারা আস্বস্ত থাকুন। এরা আদালত কর্তৃক দন্ডিত (মীর নাছির ও মীর হেলাল)। দুর্নীতির দায়ে, তাও আমরা দিই নাই। অন্য সরকার তাদেরকে দিয়েছে। জায়গা সম্পত্তিতে তাই তাদেরও লোভ বেশি হয়েছে। সৃষ্টিকর্তা এসব মানুষকে শাস্তি দেয় সেটি আপনারা দেখেছেন, ভবিষ্যতেও দিবে। ‘

একজন পরিপূর্ণ মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। রবিবার (৪ জুন) দুপুরে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাটহাজারীতে ইসকন ও সাধুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিন্দা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন,হাটহাজারী পুন্ডরীক ধামের জায়গা দখলের যারা চেষ্টা করছেন তাদেরকে আমরা সবাই চিনি। তারা ইসকন ও সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা দুর্বৃত্ত এবং সাম্প্রদায়িক। যার ইন্দনে এ মামলা করা হয়েছে সে (মীর হেলাল নাম উচ্চারণ না করে) মজ্জাগতভাবে সাম্প্রদায়িক। আমি তার নাম বলছি না, এক সময় তার বাবা মেয়র ছিলেন। তার বাবার সাথে সম্পত্তি নিয়ে যার দ্বন্ধ। বৃদ্ধ বয়সে যে ব্যক্তি তার বাবার সাথে সম্পত্তি নিয়ে লড়াই করে, শুধু মনমালিন্য নয় পিতার সাথে ধাক্কাধাক্কিও করেছে। সেই ব্যক্তি অন্যের জায়গা দখলের চেষ্টা করবে, মামলা করবে এমনটিই স্বাভাবিক। সে বিএনপি করে। তারেক রহমানের খাস লোক, তাই স্পর্দা দেখিয়েছে সাধুদের বিরুদ্ধে মামলা করার। ব্যারিস্টার হয়েছে, কিন্তু মনেপ্রাণে সে একজন সাম্প্রদায়িক মানুষ। এ সমস্ত মানুষকে আমরা প্রতিহত করবো। আপনারা আস্বস্ত থাকুন। এরা আদালত কর্তৃক দন্ডিত (মীর নাছির ও মীর হেলাল)। দুর্নীতির দায়ে, তাও আমরা দিই নাই। অন্য সরকার তাদেরকে দিয়েছে। জায়গা সম্পত্তিতে তাই তাদেরও লোভ বেশি হয়েছে। সৃষ্টিকর্তা এসব মানুষকে শাস্তি দেয় সেটি আপনারা দেখেছেন, ভবিষ্যতেও দিবে।

নওফেল বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসকারী একটি দল। আর সকল ধর্মেও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের প্রতিষ্ঠান সংরক্ষণ সুরক্ষায় বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃরুপে শীতল ছায়ায় সকল ধর্মের মানুষকে একত্রে করে উন্নত বাংলাদেশ গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, যারা অন্যধর্মেও উপর কিছু চাপিয়ে দেয় তারা পশুর চেয়ে খারাপ। তিনি সাম্প্রদায়িক পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কওে বাংলাদেশকে স্বাধীন করেছেন এবং অসাম্প্রদায়িক দেশে পরিণত করেছেন। কিন্তু তার মৃত্যুও পর পাকিস্তানের পেতাত্মারা বারবার দেশকে পাকিস্তান (সাম্প্রদায়িক) বানানো করার চেষ্টা করেছে। তারা পারে নাই।

তিনি বলেন, আমার পিতা মহিউদ্দিন চৌধুরী আমাদেরকে ছোটবেলা থেকে অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে নিয়ে বৃন্দাবন মথুরায় গিয়েছেন। আবার সেখান থেকে আজমীর শরীফে খাজা বাবার দরবারে নিয়ে গেছেন। তিনি সিটি করপোরেশনের উদ্যোগে হজ্ব কাফেলা করেছেন আবার তীর্থযাত্রীদের জন্য তীর্থসেবা করেছেন। আমাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়েছিলেন। উপ মহাদেশের সবচেয়ে প্রাচীন ধর্ম সনাত কে শুধু শ্রদ্ধা নয় সনাতন সম্পর্কে আমাদেরকে জানতে হবে।

প্রসঙ্গত, গত ২২ শে ফেব্রুয়ারী করা একটি মামলায় (২২৯/২০২৩)  অভিযোগ করা হয়  হাটহাজারীর শ্রী শ্রী পুণ্ডরীক ধামের জায়গা জবরদখল করেছেন বিএনপি নেতা সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দীন  ও  তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার  মীর হেলাল। পিতা পুত্র মিলে চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। বাবা ও ছেলে দুইজনকেই মামলার আসামি করা হয়েছে।

মন্দিরের জায়গা দখলের বিষয়ে মুখ খুলতে গিয়ে নওফেল,  নিজ পিতার সাথে মীর হেলালের উদ্ধৃতপূর্ণ আচরণের কথাও উল্লেখ করেছেন। জানা যায়,  পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধে পিতা মীর মোহাম্মদ নাসির উদ্দীনের সাথে ধাক্কাধাক্কিও করেছিলেন ছেলে ব্যারিস্টার হেলাল।

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন ইসকনের অন্যতম গুরু গৌরাঙ্গা প্রেম স্বামী গুরু মহারাজ। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী শ্রী শ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, পাথরঘাটা ওয়ার্ডেও কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর নীলু নাগ, রুমকি সেনগুপ্ত, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রগ্ম দাস ব্রহ্মচারীসহ অন্যরা।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

এইবাংলা /হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর