24.5 C
Dhaka
Friday, October 3, 2025

দুবাইয়ের পর্যটক ভিসায় বড় পরিবর্তন

আরও পড়ুন

:: আন্তর্জাতিক ডেস্ক :::

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে দুবাইয়ে টুরিস্ট ভিসার সুবিধা বৃদ্ধি করা হয়েছে। গত কয়েক বছর ধরে  পর্যটকদের আকর্ষণ করা সর্বোচ্চ চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সেই চেষ্টায় যোগ হলো ভিজিট ভিসা নিয়ে বড় পরিবর্তন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব পর্যটক আরব আমিরাতে ৩০ দিন বা ৬০ দিনের পর্যটন বা ভিজিট ভিসা নিয়ে আসবেন, তারা চাইলে আমিরাতে অবস্থান করার সময়ই এ ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবেন।

মূলত যারা আমিরাতের সৌন্দর্য্য আরও বেশি উপভোগ বা অন্যান্য কাজ সম্পন্ন করতে চান— তাদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এবং জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।

গত বছরের অক্টোবর থেকে ভিসা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা শুরু করে আরব আমিরাত। ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ভিজিট ভিসাতেও অনেক পরিবর্তন এসেছে। আমিরাতের ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপের (আইসিপি) তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তির কাছে ৩০ অথবা ৬০ দিনের ভিজিট ভিসা আছে তারা এখন চাইলে দেশটিতে আরও ৩০ দিন অবস্থান করতে পারবেন। যা সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। তবে ভিজিট ভিসাধারীরা এক বছরের মধ্যে ১২০ দিনের বেশি আমিরাতে অবস্থান করতে পারবেন না।

 

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর