25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

কাপাসিয়ায় স্কুলের পরিচালক পেটালেন ছাত্রী

আরও পড়ুন

::: কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ::

শ্রেণীকক্ষে দুষ্টমি করার অভিযোগে বেধড়ক  মারধর করে আহত করা হয়েছে  দশম শ্রেনীর স্কুল ছাত্রী সিদরাতুলমুনতাহা মীমকে (১৬) । ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার গাজীপুর ক্যাডেট একাডেমি স্কুলে।

মারধরের শিকার স্কুল ছাত্রী সিদরাতুলমুনতাহা মীম ঐ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মফিজুল হকের মেয়ে।

আহত শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ  সামাজিকভাবে চাপ দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন স্কুলের পরিচালক ও আ’লীগ নেত্রী। বুধবার বিকেলে মিমাংসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্কুলের পরিচালক ও জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক উম্মে কুলসুম শিল্পী।

স্থানীয় একাধিক ব্যক্তি ও নির্যাতনের শিকার ছাত্রীর জেঠা মোঃ মুঞ্জুরুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে ক্লাসে কোনো একটি বিষয় নিয়ে হাসাহাসি করে কয়েকজন ছাত্রী। এ-সময় ক্লাস শিক্ষক তাদের শাসন করে। বিষয়টি সিসি ক্যামেরায় দেখে তেড়ে আসেন ঐ স্কুলের পরিচালক উম্মে কুলসুম শিল্পী। প্রথমে প্লাস্টিকের চেয়ার ও পরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এতে মীমের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান মারধরের শিকার মীমের পরিবার।

মারধরের কথা স্বীকার করে জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী বলেন, ‘ দুষ্টমির জন্য শাস্তি দেওয়া হয়েছে।এ যুগের মেয়েরা বেশী অন্যরকম। তারপরও আহত শিক্ষার্থীকে আমাদের খরচে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন মিমাংসার পথে। এটা নিয়ে আর নিউজ দরকার নেই”।

নিউজ বন্ধ রাখার অনুরোধ  জানিয়ে চায়ের দাওয়াত দেন  ওই নেত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান,এ ঘটনা অবগত হয়েছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনিও অবগত আছেন। বিষয়টি জানতে অভিযুক্ত  উম্মে কুলসুম শিল্পীকে পুনরায়  ফোন দিলে তিনি জেলা পরিষদের মিটিয়ে আছেন বলে জানান। ‘

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন,বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমি ছবি দেখেছি। শিক্ষা কর্মকর্তাকে ইতিমধ্যেই ছাত্রীর পরিবার ও স্কুলের শিক্ষকদের সাথে কথা বলতে বলা হয়েছে। তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইবাংলা /তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর