নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করেছেন নীলফামারী জেলা বিএনপি’র সদস্য সচিব এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১৮ অক্টোবর) নীলফামারী সরকারী কলেজে আয়েজিত হয় শিক্ষার্থীদের নিয়ে মত বিনিময় সভা।
শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, “নীলফামারীকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলা হবে।”এসময় তিনি আরও বলেন,নীলফামারীকে আমরা তোমাদের আলোয় আলোকিত করতে চাই। তোমাদের মধ্যেই কেউ রয়েছো ডাক্তার, কেউ ইঞ্জিনীয়ার আবার কারও লক্ষ্য এডমিনিষ্টেশনে। বর্হিবিশ্বে নীলফামারীর নাম উজ্জ্বল করবে তোমরাই। তাই তোমারকে লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা গুরুত্বপুর্ণ উল্লেখ করে তিনি বলেন, “নীলফামারীতে বাচ্চাদের লেখাপড়ায় অভিভাবকগণ বেশী আগ্রহী। যে কোন পরীক্ষার সময় প্রতিষ্ঠানের বাহিরে বাচ্চাদের অভিভাবকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তেমনি ভাবে প্রতিষ্ঠানের শিক্ষকগণও অনেক সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে আমাদের উত্তরবঙ্গের বাচ্চারাই বেশি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য সেফাউল জাহাঙ্গীর আলম সেপু। জেলা যুবদল এর সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদল এর আহ্বায়ক শামীম শাহআলম তমু।
এছাড়াও, নীলফামারী সরকারী কলেজ এর প্রভাষক মো. সোলেমানসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক