এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলেদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে আগামী ৭ দিন কেউ মাছ ধরতে যাবে না। এমন শখ ভালো নয় যে শখে জেল খাটতে হয়।
আপনার পরিবার ও সন্তান নিশ্চয়ই চান না আপনি জেলে যান। দেশের স্বার্থে ইলিশ রক্ষায় আমরা এবার বেশ সিরিয়াস। পৃথিবীর ৮০ শতাংশ ইলিশ উৎপাদন হয় আমাদের দেশে। এর সম্পদ আমাদের গর্ব, তাই আমাদের দায়িত্ব এটা সংরক্ষণ ও উৎপাদন বাড়ানো। আগামী বাকি দিনগুলোতে কেউ মাছ ধরতে যাবে না, মা ইলিশ মারবেন না। এতে আপনাদেরই লাভ হবে, তাতে দেশও উপকৃত হবে।
তিনি আরও বলেন, আমাদের তিনজন ইউএনও-ই নারী কর্মকর্তা-তারা রাতেও অভিযানে যাচ্ছেন। ভাবুন তো, এত কষ্ট করে অভিযান চালানো হচ্ছে কার স্বার্থে? আপনাদেরই ভালো থাকার জন্য। একটি মা ইলিশ থেকে ১০-১১ লাখ বা তারও বেশি পোনা উৎপন্ন হয়। এই পোনা বাঁচলে আপনারাই বেশি মাছ ধরতে পারবেন, আয়ও বাড়বে। তাই আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি-দেশের ক্ষতি করব না, মা ইলিশ ধরব না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। মতবিনিময় সভায় ওই এলাকার শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক