খাগড়াছড়ি প্রতিনিধি :
সাজেকের প্রত্যন্ত ও প্রান্তিক এলাকায় থেকে উঠে এসে ইতিহাস গড়লেন পাহাড়ের ত্রিপুরা সম্প্রদায়ে ধনলাল ত্রিপুরা।
তিনি সর্বপ্রথম শিক্ষার্থী হিসেবে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন করেছেন।
তাঁর এই সাফল্যে পরিবার, এলাকায় ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি অভাব-অনটনের মাঝেও অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ধনলাল ত্রিপুরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
পাহাড়ি অঞ্চলের সীমিত শিক্ষা সুবিধা, যোগাযোগের সমস্যা ও নানা প্রতিকূলতাকে জয় করেই তিনি এই সাফল্য অর্জন করেছেন, যা প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় সূত্র জানায়, ধনলাল ত্রিপুরা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন।
শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং নিজের দৃঢ় মনোবলের কারণেই তিনি আজ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
এ বিষয়ে ধনলাল ত্রিপুরা বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, আমার পরিবার, শিক্ষক এবং এলাকার সবার।
ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে পাহাড়ে ও প্রান্তিক সকল জনগোষ্ঠীর মানুষের জন্য কাজ করতে চাই।
এই বাংলা/এমএস
টপিক

