বরিশাল ব্যুরো :
ঝালকাঠিতে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। তার লড়াই-সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গত বুধবার (২৪ ডিসেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। একই দিনে পৌর শহরের মিনি পার্ক এলাকাতেও পৃথকভাবে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শহীদ হাদির আদর্শ, লড়াই ও সংগ্রামের ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিকে জোরালো করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে পর্যায়ক্রমে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে বলে জানান আয়োজকরা।
গ্রাফিতিতে ওসমান হাদির রাজনৈতিক দর্শন তুলে ধরা হয়—যেখানে স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার ধারণা ছিল মুখ্য। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল তার সংগ্রামের মূল বার্তা, যা শিল্পের ভাষায় দেয়ালে ফুটে উঠেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার অন্যতম সংগঠক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি বিচার ও প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তার হত্যার বিচারের দাবিকে আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”
এই বাংলা/এমএস
টপিক

