24.3 C
Dhaka
Friday, October 3, 2025

চট্টগ্রামে স্কুল ব্যাগে মিলল অস্ত্র-গুলি, যুবক গ্রেপ্তার

আরও পড়ুন

:::: তানভীর আহমেদ, চট্টগ্রাম :::

চট্টগ্রাম নগরে কিশোর গ্যাং’এর দৌরাত্ম দিন দিন বেড়ে চলেছে। চট্টগ্রামের শিল্প এলাকায় শিবির ক্যাডার সাজ্জাদ বাহিনীর নিরব চাঁদাবাজিতে ব্যবহার করা হচ্ছে উঠতি বয়সী  কিশোরদের। এমন ডামাডোলের মাঝেই স্কুল ব্যাগে মিলেছে অস্ত্র।  চট্টগ্রাম নগরীর আকবরশাহের সিটি গেট থেকে রবিবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টায় আরমান গনি (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং কেটসের ভিতর থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আরমান নগরীর চান্দগাঁও থানার বহদ্দরহাটের খাজা রোড়ের চৌধুরী স্কুল হাবিলদার বাড়ির মো. ইসমাইল এলাকার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ইনচার্জ মো. মোক্তার হোসেন। তিনি জানান, সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে অবস্থান নিয়ে দিবাগত রাত পৌনে ১২টায় একটি বাসকে থামার সংকেত দেয়া হয়। এরপর বাসে উঠে তল্লাশি শুরু করলে হঠাৎ এক যাত্রী স্কুল ব্যাগ নিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়া একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং কেটসের ভিতর থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি কুমিল্লা থেকে অস্ত্র-গুলি কিনে নগরীর বহদ্দরহাট এলাকার নিজ বাসায় আসছিল। সে পেশাদার অস্ত্র-গুলি ক্রেতা-বিক্রেতা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সুত্রমতে, গ্রেফতার হওয়া আরমান নগরের হামজারবাগ, বিবিরহাট, চাঁন্দগাও, কসাইপাড়া কেন্দ্রিক একটি সন্ত্রাসী চক্রের অস্ত্রের যোগানদাতা। মামুন নামের এক সন্ত্রাসী তার নিয়ন্ত্রণে থাকা তিনটি কিশোর গ্যাং এর জন্য আরমানের মাধ্যমে এসব অস্ত্র সংগ্রহ করেছে। মামুন দুবাইয়ে পালিয়ে থাকা শিবিবের সন্ত্রাসী সাজ্জাদের হয়ে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন।

এইবাংলা/ হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর