খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও লংগদু জোনের আওতাধীন দুর্গম এলাকায় অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে।
আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ মাইনীমুখ আর্মি ক্যাম্প, লংগদু জোন সদরে লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি নিজে উপস্থিত থেকে প্রায় ২০০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় লংগদু জোন সদরের সকল উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এসময় শীতবস্ত্র গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস

