স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদরপুরে আল্লাহ্ তায়ালার প্রতি অবমাননাকর মন্তব্য এবং সুরা নাস–এর বিকৃত ব্যাখ্যা দেওয়ার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সদরপুর থানা এলাকার মেইনরোডে উপজেলার মুসলিম জনগণের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার প্রকাশ্যে ধর্মীয় বিষয়াবলিকে ব্যঙ্গ করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত অঙ্গভঙ্গি ও বক্তব্য মুসলমানদের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। তারা বলেন, শুধু গ্রেফতারই নয়—তার বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সম্প্রতি আবুল সরকারের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—সে আল্লাহ্ তায়ালার প্রতি কটূক্তি করছে এবং সুরা নাসকে বিকৃতভাবে উপস্থাপন করে ধর্মকে উপহাস করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মুসলিম জনতা মানববন্ধনের আয়োজন করেন বলে জানান সংশ্লিষ্টরা।
মানববন্ধনের সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহম্মাদ জাকির হুসাইন ফরিদী। এতে বক্তব্য দেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানতুল্লাহ আমান, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, বাইশরশি হাই স্কুলের শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদার, মো. শেখ হাশমত, মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।
প্রতিবাদ কর্মসূচিতে দূর-দূরান্ত থেকে আগত মুসলিম জনতা ও বহু সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
- বাউল শিল্পী
- মৃত্যুদণ্ড
- মানববন্ধন

