ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে অর্জিত মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সকাল থেকেই উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা বিজয় চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ।
এ সময় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে বিশেষ খাবার, কম্বল ও সম্মানী ভাতা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি শুধু একটি ভূখণ্ড নয়, একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় লাভ করে। মুক্তিযুদ্ধের চেতনা আজও আমাদের পথনির্দেশক। ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে ওঠে পুরো ডিমলা উপজেলা।

