25 C
Dhaka
Thursday, October 2, 2025

সুইজারল্যান্ডে ‘চাটগাঁইয়া মেজবান’ মাতাবে পুরো ইউরোপ

আরও পড়ুন

ডেস্ক রিপোর্ট :::

আগামী রবিবার অনুষ্ঠেয় মেজবানের আয়োজনকে ঘিরে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের নেতারা। ২৪ শে সেপ্টেম্বর রবিবার দুপুর থেকে শুরু হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। মেজবানকে সফল ও স্বার্থক করতে প্রতিদিনই চলছে প্রস্তুতি সভা।

চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের সভাপতি এসকান্দর আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন অনুষ্ঠান আয়োজন, কেনাকাটা, অতিথি, অভ্যর্থনাসহ বিভিন্ন বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দকে অবহিত করছেন।

মেজবান আয়োজনের বিভিন্ন বিষয়ে টেলিফোনে কথা হয় চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার সাথে। প্রস্তুতি অনুযায়ী  ২৪ শে সেপ্টেম্বর রবিবার দুপুর থেকে শুরু হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

জানতে চাইলে সাধারণ সম্পাদক মোহাম্মদ  ইয়াসিন বলেন, ‘ বিদেশের বুকে এমন একটি অনুষ্ঠান আয়োজন অনেক কষ্টসাধ্য ব্যাপার। কমিউনিটির সবার সহযোগিতা ছাড়া কখনোই আমাদের উদ্দ্যেগ সফলতার মুখ দেখতো না। এছাড়া নিজেদের কর্মব্যস্ততা পাশ কাটিয়ে যাদের অক্লান্ত পরিশ্রমে প্রবাসের বুকে চাটগাঁইয়া মেজবানের আয়োজন  পরিপূর্ণতা পেতে যাচ্ছে তারা হলেন নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সমুন, ফিরোজ আলম, রাজন ফেরদৌস। ‘

চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজবান উপভোগ করতে জার্মান, ফ্রান্স, ইতালী, পর্তুগাল, ইন্দোনেশিয়া থেকে সুইজারল্যান্ডে ভীড় করছেন প্রবাসী বাংলাদেশিরা।

জানতে চাইলে চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা  আনিস খান বলেন, আমার ৩০/৪০ বছরের প্রবাস  জীবনে সবচেয়ে আনন্দের মুহুর্ত চট্টগ্রামের এই মেজবানের আয়োজন। আশা করছি স্মৃতিতে আজীবন জমা রাখার মতো মুহুর্তের জন্ম দেবে এই আয়োজন।

সর্বশেষ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের সংগঠক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সমুন, ফিরোজ আলম, মোবারক আলী, হায়দার আলী, পারভেজ, আকবর, সোমা দত্ত চৌধুরী, খোরশেদ আলম, রাজন ফেরদৌস, নুরুল আজিম, গিয়াস খান, নাজিম, শফিক, সসীম বড়ুয়া,  বিপ্লব চৌধুরী, রতন বড়ুয়া , মাসুদ কামাল প্রমুখ।

- Advertisement -spot_img

সবশেষ খবর