খাগড়াছড়ি প্রতিনিধি :
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ ও সৎসঙ্গ শতবার্ষিকী মহোৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ডিসেম্বর) দুপুর ১২ টায় দিকে খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সদরে মুসলিম পাড়া পাশ্বেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সৎসঙ্গ কেন্দ্র ছদুরখীল ও মানিকছড়ি উপজেলার সৎসঙ্গ শাখার যৌথভাবে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম জম্ম মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রীশ্রী স্যামা কালী মন্দিরে সাবেক সভাপতি ও কর্ণৈল বাগানে ব্যবস্থাপক বাদল কান্তি সেন প্রমূখ।
এসময় আরোও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা সৎসঙ্গ শাখার উৎসব উদযাপন পরিষদ প্রধান সমন্বয়কারী শ্রী তুষার পাল, সভাপতি শ্রী বিনু কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক শ্রী ছোটন কর্মকার, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রেম চন্দ্র ত্রিপুরা, অর্থ সম্পাদক শ্রী টিটু দাশসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সৎসঙ্গের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সকলের মনের ভেতর স্রষ্টার প্রদত্ত দয়া, ভালোবাসা এবং শ্রদ্ধাই হলো পরম ধর্ম। সকল ধর্ম মানুষের শান্তি ও মঙ্গলের কথা বলে।
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং রামচন্দ্রের আবির্ভাব এই পৃথিবীতে শান্তি ও মঙ্গলের বার্তা ছড়ানোর জন্যই হয়েছে।
পরে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় সৎসঙ্গ ভক্তদের শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

