ভান্ডারিয়ায় গণ অধিকার পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা

0
219
গণ-অধিকার পরিষদ / প্রতিকি লোগো

পিরোজপুর প্রতিনিধি :

দেশের আলোচিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা শাখার আগামী এক বছরের জন্য ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটির মাধ্যমে উপজেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘোষিত কমিটিতে আতিকুল ইসলাম মান্নাকে সভাপতি এবং জামাল হোসেন পোদ্দারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ১২ জনকে সিনিয়র সহসভাপতি এবং ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গণ অধিকার পরিষদের জেলা নেতারা জানান, নবগঠিত এই কমিটি ভান্ডারিয়া উপজেলায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতাকর্মীদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলার স্থানীয় রাজনীতিতে গণ অধিকার পরিষদ আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here