ডিমল (নীলফামারী) প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ডিমলা উপজেলার সদর ৩ নম্বর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে কর্মসূচির সূচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরপর সেখান থেকে একটি বিজয় মিছিল বের করা হয়, যা ডিমলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সদর ৩ নম্বর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজী মো. রোকনুজ্জামান বকুল। এছাড়াও বক্তব্য দেন ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বেরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদসহ দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

