বাইউস্টে যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

0
105
বাইউস্টে "প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারেজমেন্ট এন্ড এবিউজ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

কুমিল্লা প্রতিনিধি :

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এ “প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারেজমেন্ট এন্ড এবিউজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এবিউজ (PSEA) কমিটি কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই সালমা পারভীন সুমা, প্রেসিডেন্ট, প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এবিউজ (PSEA) কমিটি, স্বাগত ও উদ্বোধনী ভাষণ দেন। তিনি PSEA কমিটির লক্ষ্য ও কার্যকারিতা তুলে ধরেন।

সেমিনারটির উদ্দ্যেশ্য ছিল যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকরভাবে প্রয়োগ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বাইউস্ট ক্যাম্পাসে যৌন হয়রানি বা নির্যাতন একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে সবার সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল হওয়া আবশ্যক। বিশেষ অতিথি ব্যারিস্টার রাশনা ইমাম যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক আইন এবং সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়। সবশেষে, PSEA কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here