বকশীগঞ্জে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

0
51

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আজ ভোর থেকে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।

সকাল থেকেই চারদিক ঘন কুয়াশায় ঢেকে থাকায় সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তীব্র শীত ও কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা।

অনেকেই শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। ঘন কুয়াশার কারণে সকালের দিকে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের কারণে শিশু ও বয়স্করা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে ঠান্ডাজনিত জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

এদিকে শীত মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

দ্রুত সহায়তা না পেলে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এ ধরনের শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here