ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

0
32
ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের বর্ণিল আয়োজনে মুখরিত বকশীগঞ্জ / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ১৭ ডিসেম্বর ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যুব সমাজকে সুস্থ বিনোদন, সামাজিক সম্প্রীতি এবং সেবামুখী কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা রাজশাহীর জেলা ও দায়রা জজ জনাব মোঃ হামিদুল ইসলাম এবং দ্বিতীয় উপদেষ্টা ঢাকা উপ-সচিব জনাব মোঃ সিদ্দিকুর রহমানের দিকনির্দেশনা ও অভিজ্ঞ নেতৃত্বে সংগঠনটি ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ফাউন্ডেশনের সভাপতি গার্মেন্টস ব্যবসায়ী জনাব মোঃ মাসুদ রানা শেখ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন।

দিনব্যাপী আয়োজনে এলাকার তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা। এসব আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজ উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here