পিরোজপুর-১ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু মাসুদ সাঈদী: তারুণ্যের নেতৃত্বে উন্নয়নের স্বপ্ন

0
71
পিরোজপুর-১ আসনে জনজোয়ারে মাসুদ সাঈদী / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-১ আসনে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী। বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতা এবং নিজস্ব পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের মতে, বহুদিন ধরে সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সোজাসাপ্টা মনোভাব—এসবই তাকে একজন বিশ্বাসযোগ্য নেতা হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছে। সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করেন, পিরোজপুরের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে তাকে জাতীয় সংসদে পাঠানো জরুরি।

এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন চাহিদা—যথা রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান—নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে সমর্থকরা জানান। তাদের ধারণা, তরুণ নেতৃত্বের উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি পিরোজপুর-১ আসনের উন্নয়নচিত্র বদলে দিতে সক্ষম হবেন।

প্রবীণ থেকে শুরু করে তরুণ—সব শ্রেণির মানুষের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে নতুন গতি দিতে পারবেন। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে পিরোজপুরের সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here