
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের ডিভিশনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক হোসেন, জোনাল ম্যানেজার মো. আফতারুজ্জামান, প্রবীণ সভাপতি মো. গোলাম মোস্তফা এবং পূর্ব দুর্গাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পিয়াস।
প্রধান অতিথি পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সমৃদ্ধি কর্মসূচির বৈকালিক শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষার্থী, কিশোর ক্লাব ও যুবক ক্লাবের সদস্যবৃন্দ এবং প্রবীণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দৌড়, দড়ি লাফ, চেয়ার সিটিং, ফসল তোলা, পাঞ্জা লড়াইসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান এমন প্রায় ৪০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে এ কর্মসূচির অংশ হিসেবে মোট ১ হাজার ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৫০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
