নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি সেখানে উপস্থিত নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাংচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪জন নেতাকর্মিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
আহতরা হলেন, চরিকিং ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সদস্য মো.সাহারাজ (৩২) ও একই ইউনিয়ন যুবদল কর্মি মো.রুবেল (৩৫) মো.মনির (৩৮) এবং হাতিয়া উপজেলা সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন মজনু (৪৮)।
চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রীজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মিরা। ঘটনার ৪দিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি।
শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়েদি।

এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েল হামলা চালায়। এ সময় তারা কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এছাড়া আরও ৩জনকে বেধড়ক পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাংচুর চালায়।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে দুটি গ্রুপ, এলাকাতে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি করেছে। এ ঘটনায় মামলাও রয়েছে। এটা রাজনৈতিক কিছুনা।
এই বাংলা/এমএস
টপিক

