
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যারিস্টার কায়সার কামালের প্রতি তাদের সমর্থন জানান। মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, সভাপতি এমএ খায়ের, দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল এবং সভাপতি মো. আলম ভূইয়া।
নেতারা বলেন, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে রয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
এই বাংলা/এমএস
টপিক
