বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, বৈঠকে মহাসচিব দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। “আমরা জানিয়েছি—নির্বাচনের সময় সারাদেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হচ্ছে এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাপনা করা হবে।”
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে কমনওয়েলথ প্রস্তুত রয়েছে। “কমনওয়েলথ মহাসচিব বলেছেন, ৫৬ সদস্য দেশের যেকোনো ধরনের নির্বাচনি সহায়তায় তারা প্রস্তুত। বিশেষ করে যুক্তরাজ্যের নির্বাচন–সংক্রান্ত সহায়তায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।”
বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, অগ্রগতি, কারিগরি সক্ষমতা, প্রবাসীদের ভোট অন্তর্ভুক্তি—এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইসি সচিব বলেন, “৫৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট অন্তর্ভুক্ত করা হচ্ছে—এটি তারা অত্যন্ত প্রশংসা করেছেন। নারী ভোটারদের অংশগ্রহণ, হালনাগাদ ভোটার তালিকা এবং মৃত ভোটার বাদ দেওয়ার কাজকেও ইতিবাচকভাবে দেখেছেন তারা।”
তথ্য বিকৃতি, অপতথ্য ও ভুয়া সংবাদ বিষয়ে কমনওয়েলথ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে ইসি সচিব বলেন, “আমরা জানিয়েছি—গণমাধ্যমের মাধ্যমে তথ্য প্রচার আরও জোরদার করা হবে।”
ইসি সচিব আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া গেলে নির্বাচনী প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে।
বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি গত বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন।
এই বাংলা/এমএস
টপিক
