স্টাফ রিপোর্টার :
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান–চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান–চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা জানান, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ আছে, যা ধান–চালের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী মজুদ গড়ে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।
এবারের আমন সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। সারা দেশে ধান–চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল এবং ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে — সবই সরাসরি কৃষকের কাছ থেকে।
সরকার নির্ধারিত ক্রয়মূল্য: প্রতি কেজি ধান: ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল: ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল: ৪৯ টাকা
তিনি আরও জানান, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আগে ৫০ লাখ পরিবারকে ৫ মাস সহায়তা দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ৫৫ লাখ পরিবারকে ৬ মাস সহায়তা দেওয়া হচ্ছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আলী ইমাম মজুমদার বলেন, পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের খাদ্য মজুদ আরও বেশি থাকবে বলে আশা করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক
