নাটোরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত

0
47

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ বৃহস্পতিবার দিনব্যাপী জেলার খ্রিস্ট সম্প্রদায় অধ্যুষিত বড়াইগ্রাম উপজেলার ৬টি ধর্মপল্লীসহ জেলার সদর, সিংড়া, লালপুরের ১৪টি ধর্মপল্লী ও গির্জায় নির্বিঘ্নে এই উৎসব পালন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ও সকাল ৯টায় জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে বড় দিনের প্রধান খ্রিস্টযাগ উৎসর্গ করেন প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহ-প্রধান পাল পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস গমেজ।

 

সকাল ১০টায় বনপাড়া ধর্মপল্লীর চার্চে যীশু খ্রিষ্টের জন্মোৎসবের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহায়াব। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

 

বড়দিন উপলক্ষে জেলার সকল গীর্জা ও ধর্মপল্লীর বাড়ি-ঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর সড়কগুলো। বিভিন্ন বাড়িতে ছোট বড় আকারের তারা তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়েছে। সাজানো হয়েছে প্রতিকৃতি গোশালা যেখানে যীশুখ্রিস্ট জন্ম লাভ করেছিলেন। গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কীর্তন। বাড়ি বাড়ি আয়োজন করা হয় পিঠা উৎসব, বৈঠকি গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here