নাটোরের লালপুরে ঘুড়তে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ-স্বামী আটক

0
56

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের লালপুরে ঘুড়তে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তারকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

ঘাতক স্বামী রবিন হোসেন সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা শোভদিদারপাড়া (ইউএনও পার্ক সংলগ্ন) রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং ঘাতক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here