ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক ১০টার দিকে বাচ্চু মল্লিক নিজের জমির সবজি ক্ষেত পরিদর্শনে যান। এসময় পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। অসাবধানতাবশত তিনি সেই বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাকে সবজি ক্ষেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে স্ট্রোক হয়েছে বলে ধারণা করেন। পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখে বিষয়টি স্পষ্ট হয়। নিহত বাচ্চু মল্লিক ওই গ্রামের জলিল মল্লিকের ছেলে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, “ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের কারণে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

