বিশেষ প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে রেশমি (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে নকলা পৌরসভার কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত রেশমি ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বিকেলে বাড়ির পাশে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে সেদিনই তার বাবা নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও দুঃখ বিরাজ করছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

