কুড়িগ্রাম প্রতিনিধি :
সারাদেশের ন্যায় কুড়িগ্রামে রোববার মাধ্যমিক শিক্ষাথীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১০ সালের পর থেকে মাধ্যমিক স্তরে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। দীর্ঘ ১৫ বছর পর মাধ্যমিক স্তরে বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় অভিভাবক সহ শিক্ষার্থীরা খুশি।
কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়,দাখিল মাদরাসা, কারিগরি বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসায় এবছর মোট বৃত্তি পরীক্ষাথী ৬ হাজার ৩ শত ৩৭ জন এর মধ্যে অনুপস্থিত শিক্ষাথী ৩ শত ৪২ জন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুড়িগ্রাম জেলার ৯টি কেন্দ্রে মাধ্যমিক বিদ্যালয়ের মোট পরীক্ষাথী ৪ হাজার ৯৬ জন এর মধ্যে অনুপস্থিত ১ শত ৪৯ জন। এছাড়া মাধ্যমিক স্তরে ৯ টি কেন্দ্রে পরীক্ষাথীর মধ্যে ছাএ ১ হাজার ৬ শত ৪৯ জন ও ছাএী ২ হাজা ২ শত ৯৮ জন।
এবিষয়ে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার মধ্য কুমোরপুর গার্লস স্কুলের পরীক্ষাথী মোছাঃ আরিফা খাতুনের বলেন, বৃত্তি পরীক্ষা দিয়ে আমি খুবই আনন্দিত। এ পরীক্ষার মাধ্যমে আমাদের মেধা যাচাই হবে এজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া একজন অভিভাবক শ্রী হরিচন্দ্র সরকার বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন সবাইকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ১ যুগের বেশি সময় বন্ধ থাকায় শিক্ষাথীদের মেধার মুল্যায়ন সঠিকভাবে হয় নি।
এছাড়া কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাএাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মীর আবুল কাসেম রনি বলেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষাথীরা পরীক্ষা দিচ্ছে। আশা করি ২-৩ জন শিক্ষাথী বৃত্তি পাবে।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু নকল মুক্ত পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই শিক্ষাথীরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় প্রতি দপ্তরে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
এই বাংলা/এমএস
টপিক

