দামুড়হুদায় আলমসাধু–পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

0
78
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর সড়কে ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ রানা (২২) নামে এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভালাইপুর–রামনগর সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত মাহফুজ রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি রুদ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার হযরত আলীর ছেলে।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী ইমদাদুল হক জানান, “আমরা কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি আলমসাধু ও পাখিভ্যানের তীব্র সংঘর্ষ হয়েছে। জানা যায়, পাখিভ্যানের লাইট আলমসাধুচালকের চোখে লাগায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক মাহফুজ। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম উজ জামান বলেন, “মাহফুজ রানা মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, “সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোনো তথ্য আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here