ডিমলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, রংপুর নেওয়ার পথে একজনের মৃত্যু

0
88
সংঘর্ষ / প্রতিকী ছবি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে শাহিনুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত শাহিনুর ইসলাম একই এলাকার ফজলুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী জমির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী মকলেছার রহমান গংদের সঙ্গে শাহিনুর ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষের মকলেছার রহমান, সামসুল হক, মকছেদুল ও ইউনুছ আলীসহ কয়েকজন সীমানার আইল সরাতে গেলে শাহিনুর ইসলাম এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাহিনুর ইসলামকে ধরে তার ওপর হামলা চালায়। এতে লাথি ও লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রংপুর নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শাহিনুর ইসলামের মৃত্যু হয়।

নিহতের মরদেহ বাড়িতে আনার পর তার ভাই রুবেল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ বিষয়ে ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র বলেন, এজাহারের কপি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here