টানা বৃষ্টিতে ডিমলায় পাকা আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি

0
86
ছবি - এই বাংলা প্রতিনিধি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


বিগত কয়েক দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ডিমলা উপজেলায় পাকা আমন ধান ও বিভিন্ন সবজি ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়—মাঠজুড়ে ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে, পানিতে তলিয়ে গেছে অনেক জমি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আঘাতে তাদের ফসল নষ্ট হয়ে গেছে। ডিমলা সদর ইউনিয়নের উ. তিতপাড়া গ্রামের কৃষক খায়রুল ইসলাম, জয়নাল আবেদীন জেবু, দ. তিতপাড়ার আজগার আলী যাদু, নিজ সুন্দর খাতা গ্রামের সবজি চাষি ইউসুফ আলী, আব্দুল হামিদ, সালাম ও স্বপন জানান—তাদের মাঠের ধান ও সবজি দুটোই নষ্ট হয়ে গেছে।
একই গ্রামের কৃষক বুলবুল বলেন, “ধান কাটা শুরু করতে পারছি না, শ্রমিকও পাওয়া যাচ্ছে না। মাঠে ধান পড়ে থাকায় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।”

এ অবস্থায় কৃষকদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। অনেক জায়গায় জমি এখন কাদা ও বৃষ্টির পানিতে ভরা, ফলে শ্রমিকরা মাঠে নামতে পারছেন না। কিছু এলাকায় ইতোমধ্যে ধান পচে যাওয়ার খবর পাওয়া গেছে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না জানান, আকস্মিক এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় প্রায় ১৮ হেক্টর আমন ধান এবং ৩ হেক্টর সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মৌসুমের শেষ পর্যায়ের ধানেই ক্ষতি বেশি হয়েছে, যা ফলন কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠে পড়ে থাকা ধান সংরক্ষণে কৃষি উপসহকারীরা মাঠে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

প্রাকৃতিক এই দুর্যোগে কৃষকরা এখন দিশেহারা। অনেকেই বলছেন, এবারের আমন মৌসুমে ধান, সবজি ও আগাম আলু চাষে তাদের বড় ধরনের লোকসান গুনতে হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here