ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ মুসলিম লীগ নেতা আবু জাফরের মনোনয়নপত্র সংগ্রহ

0
46

বরিশাল ব্যুরো :

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেখ মোহাম্মদ আবু জাফর।

বৃহস্পতিবার (গতকাল) তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়াকিং কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা মুসলিম লীগের আহ্বায়ক আবু জাফর বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

দলীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ আবু জাফর দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তুলতে কাজ করে আসছেন।

তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, যা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, শেখ আবু জাফরের নেতৃত্বে ঝালকাঠির দুই আসনে বাংলাদেশ মুসলিম লীগ একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here