ঝালকাঠি প্রতিনিধি :
একতাই শক্তি একতাই বল, সমাজ সেবায় এগিয়ে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
হাওলাদার সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার তালগাছিয়া সংগঠনের সামনের মাঠে শীতবস্ত্র ও ক্যাম্পিন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, ইউপি সদস্য মোঃ মাছুম বিল্লাহ, সংগঠনের উদ্যোক্তা, আশরাফুল ইসলাম আমিন, মোঃ এনামুল হক রিন্টু, মোঃ মিজানুর রহমান তুহিন, মোঃ খাইরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ কাওসার হাওলাদারসহ অনেকে। এ সময় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও ২ শতাধীক ডেন্টাল রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা ছাড়াও ২ জন অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা করেন সংগঠনটি।
এই বাংলা/এমএস
টপিক

