ঝালকাঠিতে অভিযান: পাঁচ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

0
140
লাইসেন্সহীন ও পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠিতে পরিবেশের মারাত্মক ক্ষতি ও আইন লঙ্ঘন করে পরিচালিত লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। রোববার কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা নেতৃত্ব দেন অভিযানে। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভাটাগুলো দীর্ঘদিন ধরে কোনো পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ দূষণ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশবিধি মানা ছাড়া কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here