বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুর জেলার বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ (জামালপুর-১) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন জনাব আব্দুর রউফ তালুকদার।
দলটির বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জনাব আব্দুর রউফ তালুকদার একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব।
তাঁর মাধ্যমে এলাকায় একটি কল্যাণমুখী ও নৈতিক রাজনীতির ধারা প্রতিষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় জনাব আব্দুর রউফ তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও আমানতের সঙ্গে পালন করব।
জনগণের কল্যাণ এবং বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সক্রিয় সমর্থনে হাতপাখা প্রতীক বিজয় লাভ করবে।
এই বাংলা/এমএস
টপিক

