দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (০৭ ডিসেম্বর) ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম দিনের সেশনে চকমিরপুর ইউনিয়ন পরিষদ এবং কলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বাররা অংশগ্রহণ করেন।
উপজেলার মোট ৮টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে ৪টি ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচ ২ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবে।
২য় ব্যাচ: ধামশ্বর ও খলসী ইউনিয়ন পরিষদ, ৩য় ব্যাচ: বাচামারা ও জিয়নপুর ইউনিয়ন পরিষদ, ৪র্থ ব্যাচ: বাঘুটিয়া ও চরকাটারী ইউনিয়ন পরিষদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে ইউপি সদস্যরা গ্রাম আদালত পরিচালনা, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, আইনগত কাঠামো ও স্থানীয় পর্যায়ে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতকরণ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।
এই বাংলা/এমএস
টপিক

