Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeদেশগ্রামখাগড়াছড়িতে শুরু হয়েছে চার দিনব্যাপী রাস মহোৎসব

খাগড়াছড়িতে শুরু হয়েছে চার দিনব্যাপী রাস মহোৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে চার দিনব্যাপী রাস মহোৎসব। ৩ নভেম্বর (সোমবার) রাত থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব চলবে আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাস মহোৎসবকে ঘিরে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও মহালছড়ি এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ভক্তরা ঢাক-ঢোলের তালে, উলুধ্বনি ও ধূপের সুবাসে পূজার্চনা করছেন বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায়। একই সঙ্গে মন্দির প্রাঙ্গণে বসেছে ঐতিহ্যবাহী রাসমেলা, যেখানে নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন অস্থায়ী দোকানিরা।

উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের নানা লীলা প্রদর্শনী, মহানামযজ্ঞ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। রাস পূজা উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মন্দির এলাকা এখন গ্রামীণ মেলার প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে।

এছাড়াও খাগড়াছড়ির মহালছড়ি ও দীঘিনালা উপজেলাতেও রাস মহোৎসব পালিত হচ্ছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা অংশ নিচ্ছেন।

এই বাংলা/এমএস

টপিক