কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0
219
কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত সুকিরাম উরাং / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সুকিরাম উরাং (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুকিরাম দাছনু উরাংয়ের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, দুপুর ২টার দিকে মুরইছড়া বিওপির আওতাধীন এলাকায় ৩–৪ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় নাসির পান–পাতার সিগারেট আনতে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। এসময় সুকিরাম উরাং পিঠে গুলিবিদ্ধ হন এবং পরে আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here