কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল কুদ্দুস (৬৫) নামের একজন ব্যক্তি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছেলে রাসেলও গুরুতর আহত হয়েছেন।
ঘটনা ঘটেছে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ভোগডাঙ্গার বড়পার্ক গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, তছিমুদ্দিনের দুই ছেলে—আব্দুল কুদ্দুস ও মাহাবুর—এর মধ্যে প্রায় ১০ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সীমানা নির্ধারণ নিয়ে কথাকাটাকাটির একপর্যায় মাহাবুর ও তার ছোট ভাই মান্নানসহ পরিবারের কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেলে আব্দুল কুদ্দুস মারা যান। তার ছেলে এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

