কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন ও বিরল প্রজাতির শকুন উদ্ধার

0
70
বিপন্ন প্রজাতির শকুনটি শীতের তীব্রতায় দুর্বল হয়ে পড়েছে / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা বিশাল আকৃতির শকুনটিকে দেখতে পান। প্রচণ্ড শীতের কারণে পাখিটি দুর্বল হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শকুনটিকে দেখতে মুহূর্তেই এলাকাবাসীর ভিড় জমে যায়। শিশু-কিশোরসহ অনেকে মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, দুর্বলতার কারণে শকুনটি উড়তে পারছিল না। তাই সহজেই সেটিকে ধরে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শকুনটিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আকতার বলেন, “উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির শকুনটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থতা নিশ্চিত করার পর এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়দের ধারণা, তীব্র শীতের কারণে ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে উড়ে এসে শকুনটি ফুলবাড়ীতে আশ্রয় নিয়েছিল।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here