ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বছরের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় এ বছর বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও শিক্ষাবর্ষের নির্ধারিত দিন অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষক ও অভিভাবকরাও সময়মতো বই বিতরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

