Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে...
Homeদেশগ্রামইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ ও স্মারকলিপি

ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ ও স্মারকলিপি

ঝালকাঠি প্রতিনিধি :

কুরআন অবমাননা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ তালেবাঁয়ে মুছলিহীন।

 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় নেছারাবাদ কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, ঝালকাঠিতে দুই ব্যক্তি মহানবী (সা.) ও তাঁর পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মবিরোধী কর্মকান্ড চলছে বলেও দাবি জানানো হয়।

 

বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন, বাংলাদেশ তালেবাঁয়ে মুছলিহীনের কেন্দ্রীয় সংগঠক মাসায়েদুল ইসলাম, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। তারা বলেন, ঝালকাঠির ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও শান্তি বজায় রাখতে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পাশাপাশি দেশব্যাপী ইসকনসহ অনুরূপ উগ্র সংগঠন নিষিদ্ধের দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক