25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

অর্থ পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে সরকার- মির্জা ফখরুল

আরও পড়ুন

::: নীলফামারী প্রতিনিধি :::

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এই সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। আর তারই খেসারত হিসাবে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষ ভোগান্তি পোহাচ্ছে।

সোমবার সৈয়দপুর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এই সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। আর তারই খেসারত হিসাবে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মানুষ ভোগান্তি পোহাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, এ সরকারের অধীন কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়নি, আগামীতে হবেও না। আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে আবারও সেই একই রকম ষড়যন্ত্র করছে। জাতির কাঁধে চেপে নাভিশ্বাস পরিস্থিতি সৃষ্টি করেছে।

সৈয়দপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।
দীর্ঘ নয় বছর পর বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলকে উজ্জীবীত করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. মো: জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাতী দলের কেন্দ্রীয় নেতা আনিস আনসারী, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমানসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর