Site icon দৈনিক এই বাংলা

পটিয়ায় পনের হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

::: পটিয়া প্রতিনিধি :::

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শিবু নার্সারীর পূর্ব পাশে পাকা রাস্তার পাশ থেকে ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস রোডে মাদক বিরোধী বিশেষ অভিযানে সাজু ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ (বিপিএম) এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোফাজ্জল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ  গোপন সংবাদে ভিত্তিতে পটিয়ার কচুয়াই ইউনিয়নের বাইপাস রোডে শিবু নার্সারীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৫,০০০ (পনের হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সাজু ইসলামকে (২৫) গ্রেফতার করে।

এবিষয়ে  পটিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এইবাংলা /তুহিন

Exit mobile version