Site icon দৈনিক এই বাংলা

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন শেখ রেহেনা

আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহেনা। ১৯৭৯ সালের ১০ মে স্টকহোমে অনুষ্ঠিত বাকশাল সম্মেলনে শেখ রেহেনা এই নারকীয়  হত্যাকান্ডের বিচার চেয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে এটিই ছিলো সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের দাবি।আর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্বমানবতার কাছে বাঙালির প্রাণের এই দাবি জানিয়েছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তখন লন্ডনে আর শেখ হাসিনা ভারতে। ১০ মে ১৯৭৯-  সেদিন স্টকহোমে অনুষ্ঠিত সর্ব ইউরোপীয় বাকশালের সম্মেলনে শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছিলো। কিন্তু তখন ভারত থেকে সুদূর সুইডেনে গিয়ে সম্মেলনে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। সর্ব ইউরোপীয় নেতারা শেখ হাসিনার প্রতিনিধিত্ব করতে লন্ডনে অবস্থানরত তাঁর ছোট বোন শেখ রেহানাকে অনুরোধ করেন। দিল্লি থেকে ফোনে শেখ হাসিনাও বোনকে বলেন সম্মেলনে যেতে।অনুষ্ঠানে কী বলতে হবে সে বিষয়ে তিনি টেলিফোনে ছোট বোনকে নির্দেশনা দেন। শেখ রেহানা সম্মেলনে অংশগ্রহণ করেন।

শেখ রেহেনার ভাষ্যমতে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘটনার আকস্মিকতায় সেদিন জাতি যখন স্তম্ভিত, দিকনির্দেশনাহীন—দলের অনেকেই তখন ঘাতকদের সঙ্গে আঁতাত করে ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত।সামরিকতন্ত্রের বুটে পিষ্ট গণতন্ত্র। রুদ্ধ বাকস্বাধীনতা। অবিশ্বাস্য ও নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় শোকে মুহ্যমান জাতি ছিল দিশাহারা। বঙ্গবন্ধুর  মেয়ে হিসেবে আমরা থেমে থাকি নি। ‘

প্রকৃতপক্ষেই কিন্তু থেমে ছিলেন না জাতির জনকের দুই কন্যা। তাঁরা বিশ্বমানবতার কাছে বিচার চেয়েছিলেন ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডের। আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চেয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্বমানবতার কাছে এই আরজি পেশ করেছিলেন কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

এইবাংলা / হিমেল

Exit mobile version