Site icon দৈনিক এই বাংলা

দলীয় শৃঙখলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টি’র ৪ নেতা বহিস্কার

নাছির উদ্দীন, পিরোজপুর প্রতিনিধি 

দলীয় শৃঙখলা ভঙ্গের কারণে জাতীয় পার্টি-জেপি’র ৪ নেতা বহিস্কার করেছেন দলের চেয়ারম্যান  আনোয়ার হোসেন মঞ্জু।  ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি’র উপজেলা কমিটির আবেদনের প্রেক্ষিতে দলের চেয়ারম্যান   উপজেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে চার জনকে বহিস্কার করেন।

বহিস্কৃত নেতারা হলেন- দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা কমিটির উপদেষ্ঠা সাধারন সম্পাদক এবং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, সহ সভাপতি মোঃ ইউসুফ আলী আকন এবং সহ সভাপতি ও নদমূলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আরিফ।

দলীয় সূত্রমতে, বহিস্কৃত নেতারা দীর্ঘদিন যাবত দলীয় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনে বিরত থেকে দলের বিরুদ্ধে অপপ্রচারসহ বিভিন্ন সভা, সমাবেশ ও মানব বন্ধনে অংশগ্রহণ করেন। এপ্রেক্ষিতে জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার এবং সাধারন সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল এর স্বাক্ষরিত অভিযোগ পত্র দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর  কাছে পাঠান । গত ০৭ মে   দলের চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা কমিটি ও অঙ্গসংগঠনের সাথে আলোচনান্তে সর্বসম্মতভাবে উক্ত ৪জনকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেন।

বহিস্কৃত নেতাদের মধ্যে সিদ্দিুকর রহমান টুলু ও মেজবা উদ্দিন আরিফ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন ও দলীয় প্রতীক সাইকেল মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং মশিউর রহমান মৃধা দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এইবাংলা / হিমেল 

Exit mobile version