Site icon দৈনিক এই বাংলা

প্রকৌশলী সুমন সিংহ, নিজের বাবা-মার নামে করেছেন সড়কের নাম

:: নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম সড়ক বিভাগের দোহাজারির নির্বাহী প্রকৌশলী ক্ষমতার অপব্যবহার করে নিজের বাবা মা’র নামে সড়কের নামকরন করেছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারির কমল মুন্সি হাট ও ভাইয়ের দিঘি নামক স্থানের মাঝামাঝি স্থানে ‘ যোগেন্দ্র মাধুরী সিংহ ‘ সড়কের দৃষ্টিনন্দন সাইনবোর্ড বসানো হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের  ‘  স্প্রিড ব্রেকার ‘ বসানো হয়েছে। বেশ কয়েকটি সাইনবোর্ড পথচারীদের দৃস্টি আকর্ষণ করে। দুরপাল্লার গাড়িগুলোকে সড়কটির কাছে এসে গতি কমাতে হয় গতিরোধকের জন্য। অবাঞ্ছিত এই গতিরোধকের কারণে দূর্ঘটনার সম্ভাবনা বাড়ালেও সুমন সিংহের ইচ্ছায় বসেছে স্প্রিড ব্রেকার।

স্থানীয়দের কাছে জানা যায়, দোহাজারির নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের ইচ্ছায় সড়কের নামকরণ করা হয়েছে তার পূর্বপুরুষদের নামে৷ মুল সড়কের ভেতরের রাস্তায় সাইনবোর্ড বসানো হয়েছে সড়ক ও জনপদ বিভাগের টাকায়। বিখ্যাত কোন লোকের নামে সড়ক নামকরণ করা হয়েছে এমন ধারনা জন্মে পথচারীদের। প্রকৃতপক্ষে নিজের গ্রামে এই সড়কের নামকরণ করে সুমন সিংহ দেখিয়েছেন ক্ষমতার দাপট।

এদিকে,  সড়ক ও জনপদের দোহাজারি কার্যালয়ের স্থান পরিবর্তন করে পটিয়া আনার এজেন্ডা দাঁড় করিয়েছেন নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। মন্ত্রণালয়ে ভূল তথ্য দিয়ে নিজের উপজেলায় সড়ক ও জনপদের কার্যালয় সরিয়ে আনতে চান ক্ষমতাধর প্রকৌশলী সুমন। শতবর্ষী দোহাজারি কার্যালয়ের নাম পরিবর্তন করার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।

 

Exit mobile version