Site icon দৈনিক এই বাংলা

ব্রিটেনের রাজার দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

::: যুক্তরাজ্য প্রতিনিধি :::

বৃটেনের নতুন রাজা ও রানীর অভিষেকের আগে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে রাজা চার্লসের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের বাকিংহাম প্যালেসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকিংহাম প্যালেসের সামনে বিশ্ব নেতাদের সাথে ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

এরআগে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর কমনওয়েলথ নেতারা সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন । সেই বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল শনিবার রাজা তৃতীয় চার্লসের অভিষেকের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এদিকে, বৃটেনের নতুন রাজা ও রানীকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিষেক হতে যাওয়া রাজা চার্লস ও রানী ক্যামিলার সাফল্য কামনা করে দেয়া বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, তাদের এই পথচলায় বাংলাদেশের মানুষ সবসময় পাশে থাকবে।

এইবাংলা / হিমেল

Exit mobile version